কার্যকর তারিখ: ০১ জানুয়ারি ২০২৬
জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটি (JDS) ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে এবং প্রযোজ্য আইন ও নীতিমালার আলোকে তা সংরক্ষণ ও সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
JDS দাতা, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং ওয়েবসাইট ব্যবহারকারীদের নিকট থেকে স্বেচ্ছায় প্রদত্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। এই তথ্যের মধ্যে নাম, যোগাযোগের বিবরণ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে।
অনুদান বা অন্যান্য অর্থপ্রদানের ক্ষেত্রে, সকল লেনদেন নিরাপদ তৃতীয় পক্ষের পেমেন্ট সেবা প্রদানকারীর মাধ্যমে সম্পন্ন হয়। JDS নিজস্ব কোনো সিস্টেমে কার্ড বা ব্যাংক সংক্রান্ত সংবেদনশীল অর্থপ্রদানের তথ্য সংরক্ষণ করে না।
সংগ্রহকৃত ব্যক্তিগত তথ্য শুধুমাত্র JDS-এর কর্মসূচি পরিচালনা, প্রশাসনিক কার্যক্রম সম্পাদন এবং দাতা ও অংশীজনদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয়।
JDS কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য বিক্রি, বিনিময় বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করে না।
ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য যুক্তিসঙ্গত প্রযুক্তিগত ও প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে ইন্টারনেটভিত্তিক কোনো তথ্য সংরক্ষণ বা আদান-প্রদান পদ্ধতিই সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত নয়—এ বিষয়টি ব্যবহারকারীদের অবগত থাকা প্রয়োজন।
এই গোপনীয়তা নীতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধানের আওতাভুক্ত এবং সে অনুযায়ী পরিচালিত হবে।