জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটি

ফেরত ও অর্থ ফেরত নীতি (Return & Refund Policy)

কার্যকর তারিখ: ০১ জানুয়ারি ২০২৬

জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটি (JDS)-কে প্রদত্ত সকল অনুদান স্বেচ্ছামূলক এবং সাধারণভাবে ফেরতযোগ্য নয়।

অর্থ ফেরতের যোগ্যতা

নিম্নোক্ত সীমিত পরিস্থিতিতে অর্থ ফেরতের বিষয়টি বিবেচনা করা হতে পারে:

  • একই লেনদেনের ক্ষেত্রে একাধিকবার অর্থ পরিশোধ (Duplicate Payment)

  • প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত ত্রুটির কারণে ভুল লেনদেন

  • প্রমাণিত অননুমোদিত বা প্রতারণামূলক লেনদেন

অর্থ ফেরতের আবেদন

অর্থ ফেরতের জন্য সংশ্লিষ্ট লেনদেনের তারিখ থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে লিখিত আবেদন দাখিল করতে হবে। যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে, আবেদন গ্রহণের তারিখ থেকে সাধারণত ৭–১০ (সাত থেকে দশ) কর্মদিবসের মধ্যে অর্থ ফেরত নিষ্পত্তি করা হবে।

অনুষ্ঠান ফি ও পণ্য ক্রয়

কোনো অনুষ্ঠান ফি বা পণ্য (যদি প্রযোজ্য হয়) ক্রয়ের ক্ষেত্রে, সংশ্লিষ্ট ক্রয়ের সময় উল্লেখিত নির্দিষ্ট ফেরত নীতি প্রযোজ্য হবে।

অর্থ ফেরতের পদ্ধতি

অনুমোদিত অর্থ ফেরত সংশ্লিষ্ট লেনদেনের মূল অর্থপ্রদানের মাধ্যমেই প্রদান করা হবে।

অনুদান রসিদ

অর্থ ফেরত প্রদান করা হলে, সংশ্লিষ্ট অনুদান রসিদ কর সংক্রান্ত উদ্দেশ্যে বাতিল (void) বলে গণ্য হবে।