জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটি

আমাদের সম্পর্কে

এক নজরে

পটভূমি

 

জাবালনূর ডেভেলপমেন্ট সোসাইটি (জেডিএস) বাংলাদেশে অবস্থিত একটি নিবন্ধিত, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ২০০৪ সালের জুলাই কুষ্টিয়া জেলার একদল সচেতন প্রতিশ্রুতিশীল সমাজকর্মীর উদ্যোগে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই জেডিএস বাংলাদেশের প্রান্তিক, দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংস্থাটি সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিসত্তা বিশ্বাসের মানুষকে সমান গুরুত্ব দিয়ে সমতা, সামাজিক ন্যায়বিচার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জেডিএস বিশ্বাস করে, সবার অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়সঙ্গত, মানবিক মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

রেজিস্ট্রেশন

 

জেডিএস বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি সংস্থা (নিবন্ধন নম্বর: ৩৪৫৮, মেয়াদ শেষ: ১৪ মে ২০৩৫)। এছাড়া, এটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম নিবন্ধন পরিদপ্তরের আওতায় ১৮৬০ সালের সোসাইটি নিবন্ধন আইনের অধীনে নিবন্ধিত (নিবন্ধন নম্বর: ৩৯১৫(১৭)/০৪, তারিখ: ৮ জুলাই ২০০৪)।

ভিশন

 

একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন যেখানে প্রতিটি মানুষ মর্যাদা, আধ্যাত্মিক তৃপ্তি এবং স্থায়ী কল্যাণ নিয়ে বাঁচতে পারে।

মিশন

 

শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণমূলক উদ্যোগের মাধ্যমে সমাজকে ক্ষমতায়িত করে ঐক্য, শান্তি ও টেকসই উন্নয়নের পথ সুগম করা।

মূল্যবোধ
  • মানবতা: সহানুভূতি, সহমর্মিতা ও সম্মানের সাথে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর পাশে থাকা।
  • আধ্যাত্মিকতা: নিঃস্বার্থ সেবার মাধ্যমে আত্মতৃপ্তি অর্জন ও অন্যের কল্যাণে নিবেদিত থাকা।
  • সমতা: প্রতিটি মানুষের অন্তর্নিহিত মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, নির্বিশেষে তার পটভূমি বা অবস্থা।
নীতিমালা

 

জেডিএস নিম্নোক্ত মূলনীতির ভিত্তিতে পরিচালিত হয়:

  • সততা: সকল কার্যক্রমে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড বজায় রাখা।
  • উদ্ভাবন: সৃজনশীল ও কার্যকর সমাধান গ্রহণের মাধ্যমে সমস্যা মোকাবেলা।
  • স্বচ্ছতা: প্রক্রিয়া, যোগাযোগ ও সম্পদ ব্যবস্থাপনায় খোলামেলা ও স্পষ্টতা নিশ্চিত করা।
  • দায়িত্বশীলতা: ফলাফলের জন্য সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ এবং অংশীজনদের সঙ্গে আস্থা বজায় রাখা।
লক্ষ্য

 

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের ১০ লক্ষ প্রান্তিক জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে তারা মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকার সুযোগ পায়।

উদ্দেশ্যসমূহ

 

১) প্রান্তিক যুবদের জন্য শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, যাতে তারা নৈতিক, সক্ষম ও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

২) এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ আশ্রয় ও পরিবারভিত্তিক সহায়তার মাধ্যমে তাদের সামগ্রিক যত্ন ও বিকাশ নিশ্চিত করা।

৩) জরুরি সহায়তা, মৌসুমী সহায়তা, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ প্রস্তুতির মাধ্যমে দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা ও সম্প্রদায়ের সহনশীলতা বৃদ্ধি করা।

৪) নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশগত কল্যাণ বৃদ্ধি করা।

৫) ধর্মভিত্তিক শিক্ষা, নাগরিক সম্পৃক্ততা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সামাজিক সংহতি ও নৈতিক নাগরিকত্ব বিকাশ ঘটানো।

কার্যনির্বাহী কমিটি

মো: বরকত উল্লাহ

চেয়ারম্যান

মরজে শেফা

ভাইস চেয়ারম্যান

মো: আবু বক্কর সিদ্দিক

সম্পাদক

মো: নুরুল ইসলাম

কোষাধ্যক্ষ

চৌ: মু: মুখতার হোসেন

সদস্য

মাসুদুর রহিম

সদস্য

সুরাইয়া সেলিম

সদস্য

উন্নয়ন সহযোগী

ওয়ামি-বাংলাদেশ
তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন
বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি
ইসলামিক এইড বাংলাদেশ
হেল্পিং হ্যান্ড ইউএসএ
কুষ্টিয়া জেলা পরিষদ
ওয়েফা-জার্মানি
মোস্তাফা কসার
খোকসা পৌরসভা