জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটি

আমাদের সম্পর্কে

এক নজরে

  • স্থাপিত

    ২০০৪ সাল

  • রেজিস্ট্রেশন অথরিটি

    যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম নিবন্ধন পরিদপ্তর/ এনজিও বিষয়ক ব্যুরো

  • রেজিস্ট্রেশন নাম্বার

    নম্বর: ৩৯১৫(১৭)/০৪, তারিখ: ৮ জুলাই ২০০৪/ নম্বর: ৩৪৫৮, মেয়াদ শেষ: ১৪ মে ২০৩৫

ভিশন ও মিশন

একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন যেখানে প্রতিটি মানুষ মর্যাদা, আধ্যাত্মিক তৃপ্তি এবং স্থায়ী কল্যাণ নিয়ে বাঁচতে পারে

শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণমূলক উদ্যোগের মাধ্যমে সমাজকে ক্ষমতায়িত করে ঐক্য, শান্তি ও টেকসই উন্নয়নের পথ সুগম করা

মূল্যবোধ

  • মানবতা

    সহানুভূতি, সহমর্মিতা ও সম্মানের সাথে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর পাশে থাকা।

  • আধ্যাত্মিকতা

    নিঃস্বার্থ সেবার মাধ্যমে আত্মতৃপ্তি অর্জন ও অন্যের কল্যাণে নিবেদিত থাকা।

  • সমতা

    প্রতিটি মানুষের অন্তর্নিহিত মর্যাদা ও অধিকার নিশ্চিত করা, নির্বিশেষে তার পটভূমি বা অবস্থা।

কার্যনির্বাহী কমিটি

মো: বরকত উল্লাহ

চেয়ারম্যান

মরজে শেফা

ভাইস চেয়ারম্যান

মো: আবু বক্কর সিদ্দিক

সম্পাদক

মো: নুরুল ইসলাম

কোষাধ্যক্ষ

চৌ: মু: মুখতার হোসেন

সদস্য

মাসুদুর রহিম

সদস্য

সুরাইয়া সেলিম

সদস্য

উন্নয়ন সহযোগী

ওয়ামি-বাংলাদেশ
তুর্কিয়ে দিয়ানেত ফাউন্ডেশন
বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি
ইসলামিক এইড বাংলাদেশ
হেল্পিং হ্যান্ড ইউএসএ
কুষ্টিয়া জেলা পরিষদ
ওয়েফা-জার্মানি
মোস্তাফা কসার
খোকসা পৌরসভা