ক) সমন্বিত শিক্ষা কর্মসূচি: ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত মহিলা দাখিল মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয়, নুরানি/ফোরকানিয়া মাদরাসা এবং হিফজুল কোরআন মাদরাসা।
খ) অবহেলিত শিক্ষার্থীদের সহায়তা: দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষাসামগ্রী ও পরামর্শ প্রদান।
গ) কারিগরি প্রশিক্ষণ ও ক্যারিয়ার পরামর্শ: দক্ষতা উন্নয়ন, পেশামূলক দিকনির্দেশনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
ঘ) প্রাপ্তবয়স্ক সাক্ষরতা কর্মসূচি: মসজিদভিত্তিক সাক্ষরতা ও টিউটরিং ক্লাস পরিচালনা।
ক) এতিমখানা ও আবাসিক সেবা: জাবাল-ই-নূর বেসরকারি শিশু সদনে এতিম ও ঝুঁকিপূর্ণ শিশুদের আশ্রয়, পুষ্টি, শিক্ষা ও কাউন্সেলিংসহ পূর্ণাঙ্গ সেবা।
খ) কমিউনিটি-ভিত্তিক এতিম পৃষ্ঠপোষকতা: ৭৮ জন এতিম শিশুকে নিজ পরিবারে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা।
গ) সম্পূর্ণ শিশু উন্নয়ন: সহশিক্ষা কার্যক্রম, মানসিক স্বাস্থ্য সহায়তা ও জীবন দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাগত ও সামাজিক বিকাশ।
ক) দুর্যোগ মোকাবিলা ও জরুরি সহায়তা: পূর্ব-সঞ্চিত ত্রাণ সামগ্রীসহ দ্রুত সাড়াদানকারি দল গঠন, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদান।
খ) কমিউনিটির দুর্যোগ প্রস্তুতি: দুর্যোগকালীন প্রস্তুতি ও সাড়াদান বিষয়ে প্রশিক্ষণ।
গ) মৌসুমী ও ধর্মীয় সহায়তা কর্মসূচি: কোরবানির মাংস বিতরণ, রমজান খাদ্য ও ইফতার, শীত/ঈদের পোশাক বিতরণ।
ঘ) স্বাস্থ্য শিবির ও কাউন্সেলিং: স্বাস্থ্য পরীক্ষা, বৈবাহিক পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম।
ক) নিরাপদ পানি ও স্যানিটেশন প্রকল্প: টিউবওয়েল ও ল্যাট্রিন স্থাপন, হাইজিন সচেতনতামূলক কার্যক্রম।
খ) বৃক্ষরোপণ ও পরিবেশ কর্মসূচি: যুব ও স্থানীয় জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম।
ক) মসজিদ-ভিত্তিক কমিউনিটি কার্যক্রম: জাবাল-ই-নূর জামে মসজিদে নামাজ, ইসলামী শিক্ষা, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা ও যুব নেতৃত্ব উন্নয়ন।
খ) সামাজিক সচেতনতা কার্যক্রম: মাদকবিরোধী ও ধূমপান বিরোধী প্রচার, বিশেষত যুবদের মধ্যে আচরণগত পরিবর্তনের জন্য।
গ) ধর্মীয় মূল্যবোধভিত্তিক সামাজিক সংহতি: ধর্মীয় অনুষ্ঠান ও মূল্যবোধের মাধ্যমে সামাজিক ঐক্য, নৈতিকতা ও পারস্পরিক সহায়তা প্রচার।