জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটি

ক) দুর্যোগ মোকাবিলা ও জরুরি সহায়তা: পূর্ব-সঞ্চিত ত্রাণ সামগ্রীসহ দ্রুত সাড়াদানকারি দল গঠন, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তা প্রদান।

খ) কমিউনিটির দুর্যোগ প্রস্তুতি: দুর্যোগকালীন প্রস্তুতি ও সাড়াদান বিষয়ে প্রশিক্ষণ।

গ) মৌসুমী ও ধর্মীয় সহায়তা কর্মসূচি: কোরবানির মাংস বিতরণ, রমজান খাদ্য ও ইফতার, শীত/ঈদের পোশাক বিতরণ।

ঘ) স্বাস্থ্য শিবির ও কাউন্সেলিং: স্বাস্থ্য পরীক্ষা, বৈবাহিক পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম।